ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ইমরান সরকারের ওপর হামলার মামলায় প্রতিবেদন ২৫ অক্টোবর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৯, সেপ্টেম্বর ২৪, ২০১৭
ইমরান সরকারের ওপর হামলার মামলায় প্রতিবেদন ২৫ অক্টোবর

ঢাকা: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী ২৫ অক্টোবর পুনর্নির্ধারণ করেছেন আদালত।

রোববার (২৪ সেপ্টেম্বর) প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু শাহবাগ থানা পুলিশ তা দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালত নতুন এ দিন ধার্য করেন।

গত ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মুখপাত্র ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এ সময় চার/পাঁচজন আহত হন। ওই হামলার পর রাত সাড়ে ১০টায় গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ১০/১১ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।