ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বকুল তলায় আয়োজিত শিশু-কিশোর সমাবেশে উপস্থিত অতিথিরা।

গোপালগঞ্জ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। বিশ্ব দরবারে রোহিঙ্গাদের ওপর অত্যাচার ও নিপীড়নের বিষয়টি তুলে ধরে জনমত সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। এতে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এতে আমরা গর্বিত হয়েছি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বকুল তলায় আয়োজিত শিশু-কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি ও টুঙ্গিপাড়া উপজেলা কমিটি এ সমাবেশ আয়োজন করে।

 

ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। এতে শুধু বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়নি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আর তিনি বিশ্ব নেতৃত্বের কাতারে নিজেকে আনতে পেরেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শিক্ষাবিদ ড. এনামুল হক।   

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসাইন, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মীর মোশাররফ হোসেন পাকবীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীনুল ইসলাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফ, উপদেষ্টা জিনাত বরকতউল্লাহ, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, গোপালগঞ্জ সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান তাববিরুল হুদা বাবু প্রমুখ।  

এ সময় ইকবাল সোবহান চৌধুরী ‘জননেত্রী শেখ হাসিনার জন্মদিনের স্মারক গ্রন্থে’র মোড়ক উন্মোচন করেন। এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।  

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি আয়োজন করে। টুঙ্গিপাড়া পৌরসভার পক্ষ থেকে দিনটি উপলক্ষে সন্ধ্যায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া কোটালীপাড়ায় জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসুর নিজস্ব উদ্যোগে দেবগ্রাম আশ্রয়ন প্রকল্পের দুই শতাধিক দরিদ্র লোকদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেন।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।