রোববার (০১ অক্টোবর) দুপুরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সিএমএইচে গেলে চিকিৎসক তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন।
তাদের পরামর্শের পরে বাসা থেকে কম্বল, বালিশ ও অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র হাসপাতালে নেওয়া হয়েছে।
এরশাদ রংপুর সফরকালে গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে সেখানকার সিএমএইচে ভর্তি করা হয়। একদিন থাকার পর ২৭ সেপ্টেম্বর ছাড়পত্র পান। পরদিন রংপুরে বেশ কয়েকটি কর্মীসভায় যোগদানের কথা থাকলেও বাতিল করা হয়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ফেরেন। ঢাকায় ফিরেও কোনো কর্মসূচিতে যোগ দেননি জাপা চেয়ারম্যান।
তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এরশাদ বাম পায়ে পুরোপুরি শক্তি পাচ্ছেন না। ফলে চিকিৎসক তাকে ওষুধ দিয়েছেন। কয়েক বছর আগে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে বাম পায়ে চোট পান তিনি। সেখানেই ব্যথা অনুভব করছেন।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭
এসআই/আইএ