সোমবার (২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ' আয়োজিত সারা দেশে শিশু হত্যার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নোবেলের পিছনে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই।
তিনি বলেন, এখন তারা রোহিঙ্গা সমস্যা সমাধানের চেয়ে নোবেল পাওয়ার জন্য বেশি ব্যস্ত। যদি নোবেল তিনি পান আমরা তো খুশি। ড. ইউনুস অতীতে পেয়েছেন। তিনি বাংলাদেশের নাগরিক। আমরা খুশি হয়েছিলাম। যদি প্রধানমন্ত্রী পান তাতেও খুশি হবো। কিন্তু একটা জায়গায় খটকা লাগে। আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এক সময় বলেছিলেন, স্যান্ডউইচ খাওয়ালে আর কিছু নগদ অর্থ দিলে না নাকি নোবেল পাওয়া যায়। এখন তার কাছে আমার প্রশ্ন আপনাদের নোবেল কোন পথে?
তিনি আরও বলেন, সারা পৃথিবীতে শিশু হত্যা হয়। কিন্তু বাংলাদেশে যে কায়দায় শিশু নির্যাতন, হত্যা হয় এটা পৃথিবীর ইতিহাসে বিরল। অন্যসব দেশে হত্যা হয় ছোট আকারে।
দেশে ক্ষমতার অপব্যবহারের কারণে মানুষের মূল্যবোধ নষ্ট হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, আজ বিশ্ব শিশু দিবস। এই দিবসে প্রধানমন্ত্রী যদি দেশে থাকতেন তিনি একটা জায়গায় আলোচনা সভা করতেন, সভায় দাঁড়িয়ে শুধু শেখ রাসেলের কথা বলে কান্নাকাটি করতেন। রাসেলকে যেভাবে হত্যা করা হয়েছিল তার আমরা তীব্র বিরোধিতা করি, প্রতিবাদ করি, সমাবেদনা জানাই। দোষীদের বিচারও হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী কাছে আমার প্রশ্ন, শিশু রাসেল বাদে বাংলাদেশের আর কোনো শিশু ওনার চোখে পড়ে না?
আয়োজক সংগঠনের সভাপতি মো. শেখ সাদির সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য কামরুদ্দীন এহিয়া খান মজলিস সারোয়ার, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৭
এমএসি/এএ