শুক্রবার (০৬ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে প্রধান বিচারপতির অসুস্থ ও ছুটির বিষয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেছেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, প্রধান বিচারপতি একজন মানুষ ।
জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে শনিবার (৭ অক্টোবর) সকালে ঢাকায় ফিরলে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়া হবে। গণসংবর্ধনা কর্মসূচির প্রস্তুতি দেখতে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিদর্শনে যান।
হানিফ বলেন, প্রধানমন্ত্রীকে যে গণসংবর্ধনা দেওয়া হবে তা কোনো রাজনৈতিক শোডাউন নয়। রোহিঙ্গা সমস্যা সফলভাবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং দেশের উন্নয়নে রূপকার হিসেবে তাকে এ সংবর্ধনা দেওয়া হবে। এ গণসংবর্ধনা শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক।
গণসংবর্ধনায় রাস্তায় যান চলাচলে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় সেদিকে সর্তক থাকা এবং নেতা-কর্মীদের ফুটপাতে অবস্থানের নির্দেশ দেন আওয়ামী লীগের এ নেতা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর দেশের আশি শতাংশেরও বেশি মানুষের আস্থা রয়েছে মন্তব্য করে তিনি বলেন, যে কোনো সময় নির্বাচনে বিজয়ী হওয়ার ক্ষমতা রাখে আওয়ামী লীগ। বিএনপির মতো ষড়যন্ত্রকারীদের পক্ষে জনগণ থাকবে না।
বিমানবন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন।
প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রমুখ।
শনিবার সকাল নয়টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
এমইউএম/ওএইচ/