ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজপথে সাভারের ১৬ হাজার নেতাকর্মীও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
 রাজপথে সাভারের ১৬ হাজার নেতাকর্মীও রাজপথে সাভারের ১৬ হাজার নেতাকর্মীও-ছবি বাংলানিউজ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে প্রস্তুত আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. এনামুর রহমান এমপির নেতৃত্বে শনিবার (৭ অক্টোবর) ভোর থেকেই রাজধানীর বিমানবন্দর সড়কে অবস্থান নিয়েছেন সাভারের নেতাকর্মীরাও।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই প্ল্যাকার্ড ও ব্যানার হাতে দাড়িয়ে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত তারা।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে অভিনন্দন জানাতে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের বিপরীত দিকের ফুটপাতে ভোর থেকেই জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী।

নির্যাতিত হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় ও তাদের ওপর মিয়ানমারের নিপীড়ন বন্ধে জাতিসংঘে বক্তব্য দিয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হওয়ায় বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তায় শেখ হাসিনাকে এ সংবর্ধনা দেওয়া হবে।

এর অংশ হিসেবে সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের নেতৃত্বে ভোর থেকে বাস ও ট্রাকে করে নির্ধারিত স্থানে এসে অবস্থান নিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

ডা. এনামুর রহমান বাংলানিউজকে জানান, সাভার ও আশুলিয়ার আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ১৬ হাজার নেতাকর্মী অংশ নিচ্ছেন এ কর্মসূচিতে।

সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার জানান, ভোর সাড়ে ছয়টা থেকেই নির্ধারিত স্থানে সমবেত হয়েছেন নেতাকর্মীরা। ঐক্যবদ্ধভাবে এ কর্মসূচি সফল করতে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
জেডআর/আরএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।