ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নান্দাইলে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, অক্টোবর ৯, ২০১৭
নান্দাইলে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার (০৯ অক্টোবর) দুপুরে স্থানীয় শহীদ স্মৃতি আদর্শ কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।  

পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

স্থানীয়রা ও পুলিশ জানায়, নান্দাইল শহীদ স্মৃতি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগ সভাপতি মঞ্জিল হাসান ও পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুস সালামের পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দু’পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে পুলিশ-সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হন।  

এর মধ্যে জাহিদুল ইসলাম খানসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজের উপাধ্যক্ষ বাদল কুমার দত্ত বলেন, কমনরুমে বসাকে কেন্দ্র করে দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কলেজের অনুষ্ঠানের নামে চাঁদা তোলার খবরটি আমি অবগত নই।  

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।