ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

হরতালের প্রতিবাদে সাভারে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, অক্টোবর ১১, ২০১৭

সাভার (ঢাকা): জামায়েতের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রায় ২শ’ মোটরসাইকেল নিয়ে কয়েক হাজার নেতা-কর্মী সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফকরুল আলম সমরের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল অংশ নেন।

মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সাভার বাজার বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে সাভার মডার্ন প্লাজার সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশ থেকে ফকরুল আলম সমর বলেন, দেশে হরতাল ডেকে কোনো অরাজকতা তৈরি করতে দেওয়া হবে না।  

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের জামায়েতের ডাকা হরতাল প্রতিহত করতে মহাসড়কে অবস্থান নেওয়ার আহবান জানান ফকরুল আলম সমর।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।