ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাপা সদস্য হওয়ায় অতিথি না করার অভিযোগ এমপির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
জাপা সদস্য হওয়ায় অতিথি না করার অভিযোগ এমপির

ব্রাহ্মণবাড়িয়া: মেঘনা নদীর উপর নির্মিত দ্বিতীয় ভৈরব রেল সেতু উদ্বোধন হবে বৃহস্পতিবার (০৯ নভেম্বর)। এদিন সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ করা হয়েছে সেতুর ভৈরব প্রান্তে। এতে প্রধান অতিথি থাকবেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

কিন্তু এ আয়োজনে অতিথি করা হয়নি সেতুর অপর প্রান্ত আশুগঞ্জ এলাকার সংসদ সদস্যকে।  

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের (সরাইল-আশুগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ক্ষোভ, দুঃখ প্রকাশ করে বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে সংসদ সদস্য ও জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাড. জিয়াউল হক মৃধা বলেন, মেঘনা নদীতে দ্বিতীয় ভৈরব রেল সেতুর অধিকাংশ অবস্থান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সীমানায়। সেখানে ভৈরবে সংসদ সদস্যকে অতিথি করা হলেও তাকে দর্শক হিসেবে একটি আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে। যা জাতীয় পার্টির সংসদ সদস্য হওয়ায় তাকে অমূল্যায়ন করা হয়েছে বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।  

তিনি এও দাবি করেন, অতীতেও এ রকম অবমাননাকর পরিস্থিতির শিকার হতে হয়েছে তাকে। এ ঘটনায় তিনি হতাশ ও ব্যথিত।

তিনি আরও বলেন, ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সরাইল ও আশুগঞ্জ উপজেলার আপামর জনগণের বিপুল ভোটে পরপর দুইবারের সংসদ সদস্য তিনি। এ অনুষ্ঠানে অতিথি না করায় শুধু তাকে অবমাননা নয়, সরাইল ও আশুগঞ্জ উপজেলার প্রতিটি আপামর জনগণকে অবমাননা করা হয়েছে।  

তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।