ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

দেশজুড়ে ক্ষমতাসীনদের নৈরাজ্য চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, নভেম্বর ৯, ২০১৭
দেশজুড়ে ক্ষমতাসীনদের নৈরাজ্য চলছে রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

ঢাকা: ভোটারবিহীন সরকারের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে অপহরণ, গুম, খুন, মিথ্যা মামলায় বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার চলছে। দেশজুড়ে ক্ষমতাসীনদের এ নৈরাজ্য থামছে না। প্রতিদিনই নিখোঁজদের সংখ্যা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিযর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেন।  

তিনি বলেন, শুধু বিরোধী দলের নেতাকর্মীই নয় গুম, খুন বা অপহরণ থেকে রক্ষা পাচ্ছে না ব্যবসায়ী, ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী এমনকি সাধারণ মানুষও।

 

রিজভী বলেন, মানুষ এখন আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। ক্ষমতাসীন দলের স্বৈরশাসনে গোটা জাতি ক্ষতবিক্ষত।

মিথ্যা মামলায় খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনসহ সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।  

বিএনপি ঘোষিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানান রিজভী।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।