বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে ওই সভায় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সদর উপজেলার চন্দ্রগঞ্জের গণমিলনাতয়নে এ ঘটনা ঘটে।
এ সময় উত্তেজিত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
আহতরা হলেন স্থানীয় যুবলীগ নেতা মোরশেদ আলম, ফয়সাল হোসেন, রাসেল, রনজিৎ, তাজু, ছাত্রলীগ নেতা সজিব, মো. শাকিল, রাকিব হোসেন ও শুভসহ ১২ জন। তাদের সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, ২৯ নভেম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্মেলন নিয়ে সন্ধ্যায় স্থানীয় গণমিলনায়তনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
এতে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। একপর্যায়ে দু’পক্ষের লোকজন স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, দলের নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এএটি/এমএইউ/