শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৯টায় গুলিস্তানে শহীদ নূর হোসেন চত্বরে বিএনপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র অবরুদ্ধ বুটের তলায়।
তিনি বলেন, গণতন্ত্রের কন্ট্রোল সুইচ আওয়ামী লীগের হাতে থাকলে সেটাকে তারা যতই গণতন্ত্র বলুক আসলে এটি গণতন্ত্র নয়। আমরা বহু দল, বহু মতের গণতন্ত্র চাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে। তবে আমরা নির্দলীয় সহায়ক সরকার চাই, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। নীল নকশার নির্বাচনে বিএনপি যাবে না।
১২ নভেম্বর সমাবেশের অনুমতি পাওয়া নিয়ে অপর এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বিভিন্ন সময় সমাবেশ করতে না দেয়ার অভিযোগ তুলে বলেন, দেখা যাক, আগে ১২ নভেম্বর সমাবেশ হোক।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এমইউএম/আরআই