ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় চাঁদা তোলার জেরে যুবলীগ কর্মী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, নভেম্বর ১০, ২০১৭
বগুড়ায় চাঁদা তোলার জেরে যুবলীগ কর্মী খুন খুন হওয়া যুবলীগ কর্মী (ইনসেটে), স্বজনদের আহাজারি

বগুড়া: বগুড়া শহরের কলোনি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাঁদা তোলার জের ধরে প্রতিপক্ষের চাপাতির আঘাতে আবু সাঈদ (৩০) নামের এক যুবলীগ কর্মী খুন হয়েছেন।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কলোনির করতোয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত আবু সাঈদ লতিফপুর কলোনি এলাকার ইছাহাকের ছেলে।

তার বড়ভাই ১৩ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শামস-সাদ বলে জানা গেছে।  
 
দিবাগত সাড়ে ৯টার দিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বাংলানিউজকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানান, নিহত সাঈদ যুবলীগের কর্মী-সমর্থক ছিলো। অভ্যন্তরীণ কোন্দলের কারণে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
সংশ্লিষ্টরা জানান, সন্ধ্যায় আবু সাঈদ কলোনি থেকে করতোয়া রোড দিয়ে যাওয়ার সময় ফাঁকা স্থানে আগ থেকেই ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তার মাথায় উপর্যুপরি চাপাতি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
 
এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
এর আগে বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় অটোরিকশার চাঁদা আদায়কে কেন্দ্র করে বগুড়া সার্কিট হাউজ মোড় এলাকায় কয়েকজন ব্যক্তির ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নামের এক যুবক আহত হন। তিনিও যুবলীগ নেতা ছিলেন। এরই জের ধরে আবু সাঈদ খুনের শিকার হলেন বলে সূত্র জানিয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এমবিএইচ/জেডএস          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।