ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গৌরনদীতে বিএনপির ৬১ নেতাকর্মী কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
গৌরনদীতে বিএনপির ৬১ নেতাকর্মী কারাগারে

বরিশাল: বরিশালের গৌরনদীতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠান চলাকালে হামলা-ভাঙচুরের পর আটক বিএনপির ৬১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক গোলাম ফারুক আটকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই বিকেলে গৌরনদী মডেল থানা পুলিশ বিএনপির ৬১ নেতাকর্মীকে আদালতে পাঠায়।

এর আগে আটক নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস ও উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে ফৌজদারি আইনের ১৫১ ধারায় সাধারণ ডায়েরি করেন গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সগির।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পৌর ছাত্রদলের আহ্বায়ক মোল্লা মাহফুজের বাড়িতে তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এক সাংবাদিকসহ ছাত্রদল ও যুবদলের ১৫ নেতাকর্মী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপির ৬১ নেতাকর্মীকে আটক করে।

এদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সরোয়ার হোসেন, বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামসহ বিএনপির ১০ কর্মী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার, আল আমিন হাওলাদারসহ যুবদলের ১৮ নেতাকর্মী ও গৌরনদী পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মাহফুজ মোল্লা, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর খান, সহ সম্পাদক জি,এম সুনান, মাসুম বেপারী, সবুজ হাওলাদারসহ ছাত্রদলের ৩৩ নেতাকর্মী।

বাংলা‌দেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ন‌ভেম্বর ২১, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।