ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাগুরায় আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
মাগুরায় আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৮ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এসময় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ঘুল্লিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মহম্মদপুর থানার ইন্সপেক্টর নুরুজ্জামান বাংলানিউজকে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার ও মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা পিকুল শেখের বিরোধ রয়েছে। এর জের ধরে দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয়পক্ষের অন্তত আটজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।