ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানুষকে ধোঁকা দিতেই এমন রোহিঙ্গা চুক্তি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
মানুষকে ধোঁকা দিতেই এমন রোহিঙ্গা চুক্তি  গোলটেবিল আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী- ছবি: সুমন শেখ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণকে ধোঁকা দিতে রোহিঙ্গা প্রত্যাবাসনে এমন চুক্তি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কবে থেকে ফিরিয়ে দেবেন এরকম কিছু বলা হয়নি। 

শনিবার (২৫ নভেম্বর) বেলা ১টার দিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী  বলেন, আজকে রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে একটি চুক্তি করা হয়েছে।

এটা আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণকে ধোঁকা দিতে করা হয়েছে। বলা হচ্ছে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হবে। কিন্তু কতোদিনের মধ্যে ফেরত দেওয়া হবে তা বলা হচ্ছে না। রোহিঙ্গা চুক্তি করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  সেখানে কতোদিনের মধ্যে ফেরত দেওয়া হবে তা স্পষ্ট উল্লেখ ছিলো।

তিনি বলেন,  আজকে একটু পরে সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ আছে। সেখানে সরকারি কর্মকর্তাদের মিছিল নিয়ে আসতে বলা হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের আসতে বাধ্য করা হচ্ছে। আজকের জনসভা একটি উন্মুক্ত জনসভা। আর কয়েকদিন আগে খালেদা জিয়াকে জনসভা করার জন্য ২৩টি দফা দেওয়া হয়েছিলো। রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছিলো। জনসভা হবে কিনা এটাই তখন আলোচনার কেন্দ্রবিন্দু ছিলো। আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হলে ঠিক একই চিত্র দেখা যাবে।

'আসন্ন জাতীয় সংসদ নির্বাচনঃ প্রয়োজন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার' শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন'।

আলোচনা সভায় আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-  বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী, অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, আব্দুল মান্নান তালুকদার প্রমুখ।

এছাড়া গোল টেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এস. এম. হাসান তালুকদার।

শামসুজ্জামান দুদু তার বক্তব্যে বলেন-  দেশে গণতন্ত্র থাকলে আওয়ামী লীগ থাকে, কিন্তু আওয়ামী লীগ থাকলে গণতন্ত্র থাকে না। আজকে দেখেন সরকারি সকল কর্মকর্তারা ঘোষণা দিয়ে মিছিলে যাচ্ছেন। শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ একটা রাজনৈতিক ভাষণ। তিনি একটা নির্দিষ্ট দলের রাজনীতি করতেন। সেদিনের তার ভাষণ ভালো ছিলো কিন্তু আজকে মন্ত্রী পরিষদ সচিব ঘোষণা দিয়ে যেভাবে মিছিলে যাওয়ার জন্য বলেছেন এটা কি প্রমাণ করে?

ডা. জাফরুল্লহ চৌধুরী তার বক্তব্যে বলেন-  বাংলাদেশের গণতন্ত্র চুরি হয়ে গেছে। আজকে তা ভারতের কাছে বন্ধক রাখা হয়েছে।

সম্প্রতি আইনমন্ত্রীর এক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আইনমন্ত্রী বলেছেন খালেদা জিয়ার বিরুদ্ধে চলতি মামলায় তিনি দোষী। একটি বিচারাধীন মামলা সম্পর্কে আইনমন্ত্রীর এই বক্তব্যের মানে কি? আইন মন্ত্রীর নামে মানহানির মামলা হওয়া উচিত।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এসআইজে/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।