ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, ডিসেম্বর ৩, ২০১৭
ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ  বিএনপির বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ জেলা বিএনপি। 

রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে নগরীর হরি কিশোর রায় রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বাউন্ডারী রোড এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হন।

 

দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এ মিছিলের নেতৃত্ব দেন। এ সময় দক্ষিণের সহ-সহাভতি ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু, যুগ্ম সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম মাহবুব, প্রচার সম্পাদক কায়কোবাদ  মামুন, কোষাধ্যক্ষ রতন আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।  

এদিকে, একই সময়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে জেলা জজ কোর্টের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

মিছিল শেষে তারা সমাবেশে মিলিত হন। সমাবেশে  সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক।  

সমাবেশে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট মীর আখলাছুর রহমান, ড. মীর মিজানুর রহমান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭ 
এমএএএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।