ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে বিএনপির প্রতিবাদ সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৩, ডিসেম্বর ৩, ২০১৭
মানিকগঞ্জে বিএনপির প্রতিবাদ সভা প্রতিবাদ সভায় বিএনপি নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় প্রতিবাদ সভা করেছে মানিকগঞ্জ জেলা বিএনপিরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোকসেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল বাতেন, নগর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ যাদু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন, সাটুরিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বশির উদ্দিন ঠান্ডু, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রায়হান উদ্দিন টুকু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফ ফেরদৌস, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু প্রমুখ।



সভায় বক্তারা, আগামীতে সরকার বিরোধী যে কোনো আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান এবং খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় নিন্দা জানান।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ডিসম্বের ০৩, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।