ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে যুবলীগের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, ডিসেম্বর ৩, ২০১৭
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে যুবলীগের বিক্ষোভ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে যুবলীগের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া: ইউনিয়ন যুবলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দলের কয়েকজন নেতাকর্মী।
 

রোববার (০৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের প্রথম গেটের সামনে মহাসড়কে টায়ার জ্বালিয়ে  বিক্ষোভ প্রদর্শন করা হয়।

বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, সরাইল উপজেলা যুবলীগের নেতারা শাহবাজপুর ইউনিয়ন কমিটির কাউকে না জানিয়ে হঠাৎ করে জাতীয় পার্টি এবং ছাত্রদলের সমর্থকদের নিয়ে টাকার বিনিময়ে নতুন কমিটি ঘোষণা করেছেন।

 
অবিলম্বে এ কমিটি বাতিলের দাবি জানান তারা। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, প্রায় এক ঘণ্টা অবরোধ থাকার কারণে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।