তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির পর্যায়ে রয়েছে বিষয়টি। আর মামলাটি পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হবিগঞ্জ জেলা অ্যাডভোকেট সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ সম্পর্কিত আইনটি বর্তমানে মন্ত্রিপরিষদের সভায় উপস্থাপনের জন্য প্রস্তুত রয়েছে। যে কোনো সময় এটি উপস্থাপন করা হবে। সেখান থেকে অনুমোদন হলে আইনটি সংসদে আসবে। পরে তা বাস্তবায়ন হবে।
আইনটি শুধু জামায়াতকে নিষিদ্ধ করার জন্য কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, কোনো দল, সংগঠন বা ব্যক্তি যেই মানবতা বিরোধী হোক না কেন তাদের আইনের কাঠামোতে এনে বিচারের জন্য আইনটি সংশোধন হচ্ছে।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে সরকারের কোনো উদ্যোগ রয়েছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের পর মৃত্যু হলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আবার শুধু ধর্ষণ হলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। এক্ষেত্রে নতুন আইনের কোনো প্রয়োজনিয়তা রয়েছে বলে আমার মনে হয় না।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফীল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের সদর-লাখাই আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, চুনারুঘাট-মাধবপুর আসনের এমপি অ্যাডভোকেট মো. মাহবুব আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ মো. জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন, হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, আইন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা রহমান সরকার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান।
বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মন্ত্রী।
জেলায় শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ যুগান্তকারী বিভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করায় এমপি মো. আবু জাহিরকে এ সংবর্ধনা দিচ্ছে হবিগঞ্জ নাগরিক সংবর্ধনা কমিটি।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এসআই