ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ফরমায়েশি’ রায়ের আশঙ্কা বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
‘ফরমায়েশি’ রায়ের আশঙ্কা বিএনপির

ঢাকা: ২০১৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় ‘ফরমায়েশি’ রায় দেওয়ার আশঙ্কা করছে বিএনপি। সোমবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এ শঙ্কা প্রকাশ করেন। 

তিনি বলেন, ‌আগামী ১০ অক্টোবর (বুধবার) বহুল আলোচিত ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। এটি বাংলাদেশে এ যাবতকালের সবচেয়ে আলোচিত রাজনৈতিক
মামলা।

 

‘বিএনপি এমন একটি সময়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে, যখন বাংলাদেশের বিচারব্যবস্থা, ন্যায়বিচারের ধারণা ও বিচারকদের উপর ক্ষমতাসীন দলের নগ্ন হস্তক্ষেপের সুনির্দিষ্ট প্রমাণ দেশে-বিদেশে প্রকাশ করেছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ’

তিনি বলেন, ‘সিনহার প্রকাশিত তথ্য-উপাত্তের ভিত্তিতে বিচারাঙ্গনের অন্দরমহলে কালো থাবা নিয়ে বিএনপি শঙ্কিত। কারণ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সরকার তার অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারেক রহমানসহ সব আসামির বিরুদ্ধে ফরমায়েশি রায়ের মাধ্যমে ন্যায়বিচার থেকে তাদের বঞ্চিত করার সব ধরনের অপচেষ্ঠায় লিপ্ত রয়েছে।

মওদুদ বলেন, ‘এই সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য আদালতকে ব্যবহার করছে। এর আরেকটি নগ্ন উদাহরণ হয়তো ১০ অক্টোবরও হতে পারে- যা নিয়ে আমরা শঙ্কিত। ’

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব মাহাবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
টিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।