ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

মাভাবিপ্রবি’র ছাত্রলীগ সভাপতিসহ ৫ জনকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৪, অক্টোবর ৯, ২০১৮
মাভাবিপ্রবি’র ছাত্রলীগ সভাপতিসহ ৫ জনকে বহিষ্কার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার

টাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতিসহ পাঁচজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার (০৮ অক্টোবর) রাত সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার, সহ-সভাপতি মো. ইমরান মিয়া, আদ্রিতা পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক জাবির ইকবাল ও ইয়াসির আরাফাত।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ঢাকার লিঁয়াজো অফিসে উপাচার্য মো. আলাউদ্দিনের সভাপতিত্বে রিজেন্ট বোর্ডের (বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদ) সভা অনুষ্ঠিত হয়েছে।  

সভায় রিজেন্ট বোর্ডের সদস্য জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতিসহ পাঁচজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।