সোমবার (০৮ অক্টোবর) রাত সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার, সহ-সভাপতি মো. ইমরান মিয়া, আদ্রিতা পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক জাবির ইকবাল ও ইয়াসির আরাফাত।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ঢাকার লিঁয়াজো অফিসে উপাচার্য মো. আলাউদ্দিনের সভাপতিত্বে রিজেন্ট বোর্ডের (বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদ) সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় রিজেন্ট বোর্ডের সদস্য জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতিসহ পাঁচজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এনটি