ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রায় শেষে কারাগারে আসামিরা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
রায় শেষে কারাগারে আসামিরা  কাশিমপুর কারাগার (ফাইল ছবি)

গাজীপুর: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর আদালত থেকে ৩১ আসামিকে ফের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 

বুধবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে আসামিরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। এর আগে সকালে ওই ৩১ আসামিকে বাড়তি নিরাপত্তা দিয়ে আদালতে পাঠানো হয়।

 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ ও ২ (ভারপ্রাপ্ত) এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, কাশিমপুর কারাগার-১ ও ২ থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে আদালতে পাঠানো হয়। বিকেল ৩টার দিকে বাড়তি নিরাপত্তা দিয়ে তাদের কারাগারে নিয়ে আসা হয়েছে।  

লুৎফুজ্জামান বাবর কাশিমপুর কারাগার-১ এ বন্দি রয়েছেন। এছাড়া কাশিমপুর কারাগার-২ এ বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু, হুজি নেতা আরিফ হাসান সুমন ও মাওলানা আব্দুর রউফ, পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদা ও শহুদুল হক, অতিরিক্ত আইজি খোদা বকস, খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সিআইডির সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমীন, এএসপি আব্দুর রশিদ ও মুন্সি আতিকুর রহমান, ঢাকা মহানগর বিএনপির নেতা আরিফুর রহামান আরিফ, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুর রহিম বন্দি রয়েছেন।

কাশিমপুর কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ১৭ জন হুজি নেতাকে আদালতে রায় ঘোষণার পর ফের কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।