বরং খুনিদের গ্রেফতার না করে তাদের আশ্রয়-প্রশ্রয় ও চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল তারা, যোগ করেন মন্ত্রী।
বুধবার (১০ অক্টোবর) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম আরো বলেন, অতীতের ধারাবাহিকতায় তাদের দোসররাই নাটোরের লালপুরের সাবেক সংসদ সদস্য মমতাজ উদ্দিন ও বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. আয়নুল হককে নির্মমভাবে হত্যা করেছে। সেসব ঘাতকদের বিচার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। ইনশা আল্লাহ সব হত্যাকাণ্ডের বিচার এদেশের মাটিতেই হবে।
তিনি বলেন, কিন্তু এখনও অনেক কাজ অসমাপ্ত রয়েছে। কাজগুলোর গতি অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে সবাইকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তথ্য ও প্রযুক্তির যুগে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নারীদের বিজয়ী হতে হবে। সময়ের অপচয় না করে লেখাপড়ায় আত্মনিয়োগ করতে হবে। দক্ষ জনশক্তিতে পরিণত হতে হবে। সমাজে ও দেশে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার পারভেজ, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, কলেজ ছাত্রী আফসানা হাসান জেরিন, আশিফা ইয়াসমীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এসআই