ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

রাজনীতি

ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, অক্টোবর ১৩, ২০১৮
ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

ফেনী: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাখান করে ফেনী শহরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। 

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের সেন্ট্রাল হাই স্কুলের সামনে থেকে শুরু হয়ে দাউদপুলে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।

 

বিক্ষোভ মিছিলে অংশ নেন যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারি ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া সাজার রায় প্রত্যাখান করেন বিক্ষোভকারীরা। এদিকে একই দাবিতে মহাসড়কের রামপুর রাস্তার মাথায় জেলা ছাত্রদলের ব্যানারে পৃথক বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১৩, 
এমএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।