ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

'প্রহসনের নির্বাচন বাংলার মাটিতে হতে দেওয়া হবে না'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
'প্রহসনের নির্বাচন বাংলার মাটিতে হতে দেওয়া হবে না' কর্মী যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কর্নেল অলি/ছবি: বাংলানিউজ

ঢাকা: সরকারের সামনে চ্যালেঞ্জ হচ্ছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা। যদি মনে করেন, ২০১৪ সালের মতো প্রহসনের নির্বাচন করবেন, তাহলে বোকার স্বর্গে বাস করছেন। ১৪ সালের মতো নির্বাচন আর বাংলার মাটিতে হতে দেওয়া হবে না।

শনিবার (১৩ অক্টোবর) বিকেলে দলের প্রধান কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের এলডিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ বীর বিক্রম একথা বলেন।  

কর্নেল অলি বলেন, আলাপ-আলোচনার মাধ্যমেই বর্তমান সংকটের সমাধান করতে হবে।

আবারো প্রহসনের নির্বাচন করতে চাইলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। এলডিপি সুশাসন, গণতন্ত্র ও ন্যায়-নীতিতে বিশ্বাসী।

দলের প্রেসিডিয়াম সদস্য এমএ গণি আব্বাসীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আব্দুল গণি ও প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুল্লাহ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।