রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এবং ধানমন্ডিতে আওয়ামীলীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়।
মনোনয়ন নিয়ে বের হওয়া নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।
পড়ুন>> খুলনা বিভাগে আ’লীগের মনোনয়ন পেলেন যারা
শেষ খবর পাওয়া পর্যন্ত আবুল হাসনাত আবদুল্লাহ্ (বরিশাল-১), অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস (বরিশাল-২), পংকজ নাথ (বরিশাল-৪), জেবুন্নেছা আফরোজ ও কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম (বরিশাল-৫), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও মো. জাহাঙ্গীর কবির (বরগুনা-১), শওকত হাচানুর রহমান (রিমন) (বরগুনা-২), খোন্দকার শামসুল হক ও আ স ম ফিরোজ (পটুয়াখালী-২), আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও এস এম শাহজাদা সাজু (পটুয়াখালী-৩), মহিব্বুর রহমান মহিবকে (পটুয়াখালী-৪) মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
আর তোফায়েল আহমেদ (ভোলা-১), আলী আজম (ভোলা-২), নুরুন্নবী চৌধুরী শাওন (ভোলা-৩), আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ভোলা-৪),বজলুল হক হারুন (ঝালকাঠি-১), আমির হোসেন আমু (ঝালকাঠি-২), শ ম রেজাউল করিমও (পিরোজপুর-১) পেয়েছেন চিঠি।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এসই/এমএ