ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মনোনয়ন প্রত্যাখ্যান করে শুরুতেই বিএনপিতে বিদ্রোহ 

তামিম মজিদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
মনোনয়ন প্রত্যাখ্যান করে শুরুতেই বিএনপিতে বিদ্রোহ  মনোনয়নের চিঠি দিচ্ছেন মির্জা ফখরুল/ছবি: বাদল

ঢাকা: একই আসনে একাধিক মনোনীত প্রার্থী থাকায় শুরুতেই বিদ্রোহ দেখা দিয়েছে বিএনপিতে। দলের মনোনীত প্রার্থী তালিকায় অধিকাংশ আসনেই বিকল্প হিসেবে ২/৩ জনের নাম রেখেছে দলটি। মনোনয়ন বোর্ডের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ একাধিক মনোনয়নপ্রত্যাশী। ফলে চিঠি বিতরণের শুরুতেই বিএনপিতে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। এরইমধ্যে অনেকেই মনোনয়ন প্রত্যাখ্যান করে স্বতন্ত্র প্রার্থী হওয়ারও ঘোষণা দিয়েছেন।

জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (২৬ নভেম্বর) বিকেল থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে বিএনপি। দলের চেয়ারপারসনের গুলশান অফিসে এ মনোনয়ন বিতরণ শুরু হয়।

প্রথম দিন আজ বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। মনোনীত প্রার্থীরা গুলশান অফিসের দ্বিতীয় তলা থেকে বোর্ডের কাছ থেকে মনোনয়নের চিঠি নিচ্ছেন।  

সন্ধ্যায় মনোনয়ন নিতে আসেন বরিশাল-২ আসনের মনোনয়নপ্রাপ্ত সারফুদ্দীন আহমেদ সান্টু। নিজ আসনে আরেক প্রার্থীর নাম দেখে তিনি মনোনয়ন প্রত্যাখ্যান করেন।  

সান্টু বাংলানিউজকে বলেন, আমার আসনে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালেরও নাম রয়েছে। তাই মনোনয়ন প্রত্যাখ্যান করে এসেছি। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।  

শুধু সান্টু নয়, এরকম অনেকেই মনোনয়ন প্রত্যাখ্যান করেছেন। তবে তারা কথা বলতে রাজি হননি।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।