ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গোপালপুর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগপত্র প্রত্যাহার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
গোপালপুর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগপত্র প্রত্যাহার  ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু

টাঙ্গাইল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় টাঙ্গাইলের গোপালপুর উপজেল পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন না পেয়ে পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

উপজেলা পরিষদ সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের দিন দলীয় সভাপনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রদের মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়ে দেন।

এরপর মনোনয়ন লাভের আশায় বৃহস্পতিবার (২২ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দেন ইউনুস। তিনি পদত্যাগের বিষয়টি দলীয় উচ্চপর্যায়ে জানিয়েছিলেন।  

রোববার (২৫ নভেম্বর) টাঙ্গাইল-২ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসানকে। দলীয় মনোনয়ন না পেয়ে ওই দিনই উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগের পত্রটি প্রত্যাহার করে নেন ইউনুস। তিনি সোমবার (২৬ নভেম্বর) পদত্যাগপত্র প্রত্যাহারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

** মনোনয়ন পেতে গোপালপুর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ 

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।