ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
বরিশালে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

বরিশাল: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৬ নভেম্বর) দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছাত্রলীগ নেতা সুমন মাহামুদ ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মিয়ার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা ইমরানের এক সমর্থককে মারধর করে সুমনের দুই সমর্থক। খবর পেয়ে ইমরানের সমর্থকরা লাঠিসোটা নিয়ে সুমন গ্রুপের ওপর হামলা চালালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।  

আহত ছাত্রলীগ নেতারা হলেন- রাসেল ফকির, সৈয়দ দিদার, সুজন সরদার, চয়ন সরদার, ইমন, ইয়ামিন মিয়া, রায়হান, রাব্বি মিয়া, মিলনসহ ছাত্রলীগের ১০ নেতাকর্মী।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।