ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১১০ প্রার্থীকে মনোনয়নের চিঠি দিলো জাপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
১১০ প্রার্থীকে মনোনয়নের চিঠি দিলো জাপা

ঢাকা: মহাজোটের অন্যতম শরিক হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ নিতে ১১০ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি। এরই মধ্যে তালিকার সবাইকে চিঠি দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। 

মহাজোটের নেতৃত্বে থাকা আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত হলে এ তালিকা আরো ছোট হয়ে আসবে।  

প্রাথমিক তালিকায় যারা রয়েছেন- রংপুর-৩ ও ঢাকা-১৭ হুসেইন মুহম্মদ এরশাদ, ময়মনসিংহ-৪ ও ৭ বেগম রওশন এরশাদ, পটুয়াখালী-১ এবিএম রুহুল আমিন হাওলাদার, চট্টগ্রাম-৫ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ঢাকা-৬ কাজী ফিরোজ রশিদ, কক্সবাজার-৩ জিয়াউদ্দিন বাবলু, রংপুর-১ মশিউর রহমান রাঙা, কিশোরগঞ্জ-৩ মজিবুল হক চুন্নু, বরিশাল-৬ নাসরিন জাহান রতনা, নীলফামারী-৪ আলহাজ্ব শওকত চৌধুরী/আদেলুর রহমান, কুড়িগ্রাম-৩ ড. আক্কাস আল সরকার, গাইবান্ধা-১ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কুড়িগ্রাম-১ একেএম মোস্তাফিজুর রহমান, বগুড়া-২ শরিফুল হক জিন্নাহ, বগুড়া-৬ নুরুল ইসলাম ওমর, পিরোজপুর-৩ রুস্তম আলী ফরাজী, ময়মনসিংগ-৫ সালাউদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা, নারায়রগঞ্জ-৩ লিয়াকত হোসেন খোকা, নারায়নগঞ্জ-৫ সেলিম ওসমান, সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান মেজবাহ, সিলেট-৫ সেলিম উদ্দিন, কুমিল্লা-২ আমির হোসেন ভূইয়া, কুমিল্লা-৮ নুরুল ইসলাম মিলন, লালমনিরহাট-৩ গোলাম মোহাম্মদ কাদের, খুলনা-১ সুনীল শুভরায়, ফেনী-৩ লে:জে: (অব) মাসুদ উদ্দিন চৌধুরী, বরিশাল-২ মাসুদ পারভেজ সোহেল রানা/ ক্যাপ্টেন এ. মোয়াজ্জেম হোসেন, হবিগঞ্জ-১ আলহাজ্ব আতিকুর রহমান, গাইবান্ধা-৩ ব্যারিস্টার দিলারা খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া-২ রেজাউল করিম ভূইয়া, কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ, কুষ্টিয়া-১ শাহরিয়ার জামিল, নাটোর-১ মো. আবু তালহা, দিনাজপুর-৬ দেলোয়ার হোসেন, কুড়িগ্রাম-৪ আশরাফ-উদ-দৌলা, নোয়াখালী-১ মাওলানা আবু নাসের ওয়াহেদ ফারুক (ইসলামী জোট), রাজশাহী-৫ আবুল হোসেন, সাতক্ষীরা-২ আজাহার হোসেন, ঢাকা-১৩ সফিকুল ইসলাম সেন্টু, বরগুনা-২ আলহাজ্ব মিজানুর রহমান, চট্টগ্রাম-১৬ মাহমুদুল ইসলাম চৌধুরী, লালমনিরহাট-১ মেজর (অব) খালেদ আখতার, পার্বত্য খাগড়াছড়ি সোলাইমান আলম শেঠ, নীলফামারী-১ জাফর ইকবাল সিদ্দিকী, ঠাকুরগাও-৩ মো. হাফিজ উদ্দিন আহমেদ, গাইবান্ধা-৫ এইচএম গোলাম শহীদ রঞ্জু, নালফামারী-৩ ফারুক কাদের, ঝালকাঠি-১ এমএ কুদ্দুস খান, কক্সবাজার-১ হাজী মো. ইলিয়াস, টাঙ্গাইল-৫ শফিউল্লাহ আল মনির, বাগেরহাট-৪ সোমনাথ দে, খুলনা-৬ মফিকুল ইসলাম মধু, নাটোর-২ মজিবুর রহমান সেন্টু, নরসিংদী-২ মো. আজম খান, কুমিল্লা-৪ ইকবাল হোসেন রাজু, যশোর-৪ এ্যাড. জহিরুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫ দিদারুল আলম দিদার, নড়াইল-১ মিল্টন মোল্লা, হবিগঞ্জ-২ শংকর পাল, টাঙ্গাইল-৭ জহিরুল ইসলাম জহির, রংপুর-৪ মোস্তফা সেলিম বেঙ্গল, নওগা-৩ এ্যাড. তোফাজ্জল হোসেন, ঢাকা-৫ আব্দুস সবুর আসুদ, জয়পুরহাট-২ আবুল কাশেম রিপন, কক্সবাজার-২ আলহাজ্ব মো. মহিবুল্লাহ, শেরপুর-১ মো. ইলিয়াছ উদ্দিন, নরসিংদী-৪ মো, নেওয়াজ উদ্দিন ভূইয়া, টাঙ্গাইল-৮ কাজী আশরাফ সিদ্দিকী, সাতক্ষীরা-১ সৈয়দ দিদার বখত, রংপুর-২ আসাদুজ্জামান চৌধুরী শাবলু, রংপুর-৫ এসএম ফখর উজ জামান, জয়পুরহাট-১ আ.স.ম মোক্তাদির তিতাস, বগুড়া-১ গোলাম মোস্তফা বাবু, গাজীপুর-৫ রাহেলা পারভীনি শিশির, নওগা-৪ ডা. মো. এনামুল হক, নাটোর-৪ আলাউদ্দিন মৃধা, মুন্সিগঞ্জ-২ শেখ মো. সিরাজুল ইসলাম, রাজশাহী-৩ শাহাবুদ্দিন বাচ্চু, রাজবাড়ী-১ মো. আশরাফুজ্জামান হাসান, ঝিনাইদহ-৩ ব্যারিস্টার কামরুজ্জামান স্বাধীন, ঢাকা-৯ অধ্যাপক দেলোয়ার হোসেন, নোয়াখালী-৪ মোবারক হোসেন আজাদ, জামালপুর-২ মোস্তফা আল মাহমুদ, দিনাজপুর-২ এ্যাড. জুলফিকার হোসেন, বাগেরহাট-৩ সেকান্দার আলী মনি, ঢাকা-১৪ মোস্তাকুর রহমান মোস্তাক, নেত্রকোনা-৩ জসীম উদ্দিন ভূইয়া, নোয়াখালী-৩ ফজলে এলাহী সোহাগ, সিলেট-৩ ওসমান আলী, সাতক্ষীরা-৩ আব্দুস সাত্তার মোড়ল, মানিকগঞ্জ-৩ জহিরুল আলম রুবেল, মানিকগঞ্জ-২ এসএম আব্দুল মান্নান, ঢাকা-৭ তারেক আহমেদ আদেল, বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু/ ফখরুল আহসান শাহজাদা, চাঁদপুর-৪ মনিরুল ইসলাম মিলন, নোয়াখালী-২ হাসান মঞ্জুর, কুমিল্লা-৭ লৎফর রেজা খোকন, দিনাজপুর-১ মো. শাহীনুর ইসলাম, নোয়াখাল-৬ এ্যাড. নাসিম উদ্দিন বায়োজিদ, পটুয়াখালী-৩ মাওলানা সাইফুল ইসলাম, পটুয়াখালী-৪ আনোয়ার হোসেন, বরিশাল-৫ এ্যাড, একেএম মর্তুজা আবেদিন, পঞ্চগড়-১ আবু সালেহ, গাইবান্ধা-৪ কাজী মশিউর রহমান।

 

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।