ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাকা-১৫ আসনে জামায়াত সেক্রেটারির মনোনয়ন জমা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
ঢাকা-১৫ আসনে জামায়াত সেক্রেটারির মনোনয়ন জমা শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিচ্ছেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। তিনি ঢাকা-১৫ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

বুধবার (২৮ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

মনোনয়ন দাখিল শেষে মতিউর রহমান আকন্দ বলেন, ২০ দলীয় জোটের পক্ষে ঢাকা-১৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

এছাড়া দেশব্যাপী আমরা ২৫টি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবো।

নিবন্ধন বাতিলের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচম কমিশন জামায়াতের নিবন্ধন বাতিলের যে প্রজ্ঞাপন দিয়েছে, তা অবৈধ।

তিনি বলেন, জামায়াতের নিবন্ধন নিয়ে মামলাটি আপিল বিভাগে বিচারাধীন, তাই এটাকে অবৈধ বলা যাবে না।

দেশবাসীর কাছে কোন বার্তা নিয়ে নির্বাচনে আসছেন এমন প্রশ্নের জবাবে বলেন, আমরা গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন ফিরিয়ে আনতে এবং ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে নির্বাচনে এসেছি। আমরা নির্বাচনে এসেছি, থাকবো।
 
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
ইএআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।