বুধবার (০৫ ডিসেম্বর) দুপুরে জেলা জজ আদালত থেকে তিনি এই জামিন নেন।
এই সময় তার সঙ্গে আরো ছয় বিএনপি নেতা জামিন পান।
মামলার আইনজীবী ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান বলেন, নির্বাচনী মাঠ নিরপেক্ষ অবস্থানে নেই। মিথ্যা-বানোয়াট গল্প সাজিয়ে পুলিশের দায়ের করা গায়েবি মামলায় একপক্ষ আদালতে ব্যস্ত থাকবে, আর অন্যপক্ষ প্রশাসনের সহায়তায় ভোটের মাঠ দাঁপিয়ে বেড়াবে। এভাবে নিরপেক্ষ নির্বাচন হয় না। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হলে এখনই সবদলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কোনো বিকল্প নেই।
এই বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবেই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। এখন আমাকে ভোটের মাঠে থাকার কথা থাকলেও পুলিশের গায়েবি মামলায় আমি আদালতে। এই চিত্র দেশের সর্বত্র’।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এমএএএম/জেডএস