ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৪, ডিসেম্বর ৫, ২০১৮
বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির আটক যশোরের বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামের আমির মাস্টার নাসির হায়দার।

যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামের আমির মাস্টার নাসির হায়দারকে আটক করা হয়েছে।

বুধবার (০৫ ডিসেম্বর) দুপুরে বাঘারপাড়া পৌর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

আটক নাসির হায়দার পশ্চিম বাঘারপাড়ার বাসিন্দা।

তিনি সরকার বিরোধী কার্যক্রমে জড়িয়ে একাধিক মামলার আসামি হয়েছেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, মাস্টার নাসির হায়দারের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, এদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
ইউজি/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।