শুক্রবার (৭ ডিসেম্বর) আওয়ামী লীগ ও জাপার দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগ শুক্রবার অন্যান্য শরিকদের আসন চূড়ান্ত করেছে।
এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মহাজোটের শরিক জাপাকে ৪০ থেকে ৪২টি আসন দেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাপা শুরু থেকেই ১০০ আসন দাবি করেছিল। পরে ওই তালিকা ছোট করে ৬০টি আসন চেয়েছিল জাপা। শেষ পর্যন্ত আওয়ামী লীগ ৪২টি আসন দিতে রাজি হয়েছে।
এদিকে, মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পাঁচটি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) তিনটি, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ তিনটি, জাতীয় পার্টি (মঞ্জু) দু’টি, তরিকত ফেডারেশন দু’টি এবং জাসদ (আম্বিয়া) পেয়েছে একটি আসন।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
টিআর/আরবি/