শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
ঝিনাইদহ র্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মিলন হোসেন দীর্ঘদিন ধরে জেএমবি’র সঙ্গে সম্পৃক্ত। এমন খবরের ভিত্তিতে ওই বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেসময় তার কাছ থেকে দুইটি জিহাদি বই, তিনটি কম্পিউটার, একটি হার্ডডিক্স ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার কম্পিউটার থেকে জেএমবি’র বেশ কিছু গুরুত্বপূর্ণ অডিও, ভিডিও পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
আরএ