ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা জানেন দেশকে কিভাবে উন্নয়নের শিখরে নিতে হয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
শেখ হাসিনা জানেন দেশকে কিভাবে উন্নয়নের শিখরে নিতে হয় বক্তব্য রাখছেন শেখ সেলিম। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভেঙে যাবেন তবু মচকাবেন না। তিনি জানেন দেশকে কিভাবে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হয়। কিভাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। 

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় হাইস্কুল মাঠে গোপালগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, বিশ্বের পাঁচ জন সৎ ও প্রভাবশালী রাষ্ট্র নায়কের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়।

আগামী ৩০ ডিসেম্বর সুষ্ঠু নির্বাচন হলে আমরা দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠন করবো।  

তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের দেশব্যাপী অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, লুটপাটের চিত্র তুলে ধরে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করে দেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে ভূমিকা রাখার জন্য ভোটারদের আহবান জানান।  

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের দেশব্যাপী নানা উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তুলে ধরেন এবং এ সরকারের বিশ্বব্যাপী নানা সাফল্য উল্লেখ করেন।  

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিধান চন্দ্র বালার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক বাবুল আক্তার বাবলা, জেলা আওয়ামী লীগ নেতা এস এম শাহ আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোপালগঞ্জ পৌরসভা মেয়র কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটুসহ গোপালগঞ্জ জেলা, উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।