ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৩০ ডিসেম্বর বিজয়ের বিকল্প নেই: এইচটি ইমাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
৩০ ডিসেম্বর বিজয়ের বিকল্প নেই: এইচটি ইমাম প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম/ছবি: জি এম মুজিবুর

ঢাকা: ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস, একই মাসে আরও একটা বিজয় হবে ভোটের মাধ্যমে। দেশকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে বাঁচাতে ৩০ তারিখে বিজয়ের কোনো বিকল্প নেই।

বুধবার (১২ ডিসেম্বর) নগরীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রাজনৈতিক যোগাযোগ ও প্রচারাভিযান প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম এসব কথা বলেন।  

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ জন মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ দেওয়া হয়।

এ সব মাস্টার ট্রেইনাররা ৩০০ আসনের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেবেন।

মাস্টার ট্রেইনার ও পোলিং এজেন্টদের উদ্দেশে এইচটি ইমাম বলেন, আপনারা মন দিয়ে কাজ করবেন। মাঠে ঝাঁপিয়ে পড়বেন। দেশ উচ্চ গতিতে এগিয়ে যাচ্ছে এটা ধরে রাখতে হবে। আপনারা সব কেন্দ্রে যাবেন, আমাদের কথা মানুষকে বলবেন। নিজ নিজ এলাকায় পোলিং এজেন্টের পাশাপাশি দলীয় প্রচার চালাবেন।

তিনি আরো বলেন, আপনারা দায়িত্ব পালন করবেন দৃঢ় সংকল্প নিয়ে। প্রশিক্ষণ নিয়ে কাজ করবেন। কে কী কাজ করবেন ভাগ করে নেবেন।

এসময় উপস্থিত ছিলেন পোলিং এজেন্ট প্রশিক্ষণ বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী, সদস্য সচিব দেলোয়ার হোসেন, সদস্য বাহাদুর ব্যাপারী, এবিএম  রিয়াজুল কবির কাওসার, মারুফা আক্তার পপি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।