ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আদর্শহীন মানুষ দেশের জন্য কী করবেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
আদর্শহীন মানুষ দেশের জন্য কী করবেন বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম। ছবি-বাংলানিউজ

সিরাজগঞ্জ: ড. কামাল হোসেন সম্পর্কে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা নিজের বিবেককে বিক্রি করেছেন, যাদের আদর্শ নেই তারা দেশের জন্য কী করবেন?  ৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমেই তাদের সমুচিত জবাব দেবে জনগণ। 

তিনি বলেন, খালেদা জিয়ার দল বিএনপি ক্ষমতায় থেকে জঙ্গির উত্থান করেছিল, হাওয়া ভবন প্রতিষ্ঠা করেছিল, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছিল। আর সেই দলটির দায়িত্ব নিয়েছেন ড. কামাল হোসেন।

 

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর রানী দিনমনি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।  

জনগণকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গত ১০ বছরে বাংলাদেশকে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন। স্বাস্থ্য সেবা খাতসহ সব ক্ষেত্রেই বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ায় সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। আওয়ামী লীগের আমলেই স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করে শিক্ষার গুণগত মান উন্নয়ন করা হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার শেখ হাসিনার নৌকায় ভোট দিন।  

৩০ ডিসেম্বর প্রতিটি ভোটারকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ভোট কেন্দ্র থাকবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। জনগণ থাকবে পাহারায়। কোনো ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটাদের দমিয়ে রাখা যাবে না। ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি-জামায়াত জোট দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মেরেছিল, দেশের সাধারণ মানুষ এ কথা আজও ভোলেনি।  

রানী দীনমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক এমপি তানভীর শাকিল জয়, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ। সমাবেশে কাজিপুর উপজেলার সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।