সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখছেন আব্দুল লতিফ পান্না। ছবি বাংলানিউজ
মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী উপজেলা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরকার শহীদুল ইসলামের নেতাকর্মীদের ওপর হামলা ও মামলা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে দলটির নেতাকর্মীরা। দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল লতিফ পান্না এসময় লিখিত অভিযোগে বলেন, গত ১৬ ডিসেম্বর রাতে ঢাকা যাওয়ার পথে মধুপুর উপজেলার শাইলবাইদ বাজারে ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলীর ওপর হামলা চালিয়েছেন।
একই দিনে ধনবাড়ীর মুশুদ্দিতে বিএনপি কর্মী মনিরুজ্জামানের ওপর হামলা চালিয়ে তার দোকান ভাঙচুর করেছেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। মধুপুরের কুড়ালিয়াতে নির্বাচনী অফিস বন্ধ করে দিয়েছেন তারা। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর পাঁচটি মামলায় দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। হাইকোর্ট, জজকোর্ট থেকে দেড় শতাধিক নেতাকর্মীর জামিন করা গেলেও অন্তত ২৫ জনের নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ২৫ জন রয়েছেন জেল হাজতে। এমন বৈরি অবস্থায় নির্বাচন করতে হচ্ছে। এ আসনের আওয়ামী লীগ প্রার্থী ড. আব্দুর রাজ্জাকের পক্ষের কর্মীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক উপজেলা বিএনপির উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন-বিএনপি নেতা জয়নাল আবেদিন খান বাবলু, হুমায়ুন কবির তালুকদার, লস্কর আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।