ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি’

ব্রাহ্মণবাড়িয়া: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি।’

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা এটা ঠিক।

সেই সঙ্গে বঙ্গবন্ধুর খুনি এটাও ঠিক। খালেদা জিয়া মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সবসময় বিতর্কিত করার চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসীর অবদান অতুলনীয়। মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরা সরকার যেভাবে আমাদের যে সহমর্মিতা দেখিয়েছে তা অবিস্মরণীয়।

এ সময় মন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন ও প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।