শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা এটা ঠিক।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসীর অবদান অতুলনীয়। মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরা সরকার যেভাবে আমাদের যে সহমর্মিতা দেখিয়েছে তা অবিস্মরণীয়।
এ সময় মন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন ও প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এনটি