এদের মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গোপালপুর উপজেলার নলীন বাজারে যমুনা নদীর ঘাট থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, এরা বঙ্গবন্ধু সেতুকেন্দ্রিক বিভিন্ন স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে গ্রেপ্তার হওয়াদের হাজির করে ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুল আলম দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে তারা হলেন- উপজেলা জামায়াতের আমির গোলাম মোস্তফা রঞ্জু (৫৪), বেতবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে মহিউদ্দিন (২২), দক্ষিণ গোপালপুরের আছর আলীর ছেলে ফারুক হোসেন (৩০), বিষ্ণুপুর গ্রামের মেছের আলীর ছেলে আব্দুল আলিম (৩২), হাজেরা বাড়ির গ্রামের মৃত মুনসুছ আলীর ছেলে ইউনুস আলী (৩৫), খানপাড়ার আব্দুল কাইয়ুম (৪২), চরপাড়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মো. সোহাগ (১৯), চাতুটিয়া গ্রামের মাসুদ করিম (৪০), মির্জাপুর উত্তর পাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে নাসির উদ্দিন (২৪), ফলাদা চরপাড়াগ্রামের হযরত আলীর ছেলে আব্দুল আলিম (৩২), পাকুটিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ছানোয়ার হোসেন (২৭), কোনাবাড়ি গ্রামের হেকমত আলীর ছেলে ফরমান আলী (২৮) ও লাল মাহমুদের ছেলে হেকমত আলী (২৮), জোত বাগদ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে বিজয় হোসেন (৩০) ও নিজাম উদ্দিনের ছেলে রাসেল রানা (২০), সোনামুই গ্রামের কোরবান আলীর ছেলে ফরহাদ হোসেন (৩০), মধুপুর ভট্ট গ্রামের গোলাম মোস্তফা (৪৫), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মালিপাড়া গ্রামের নজরুল ইসলাম (৪৫)।
আর যাদের জেলহাজতে পাঠানো হয়েছে তারা হলেন- গোপলপুরের গাড়ালিয়া গ্রামের হাসেন আলী (৫৫), গাংগা পাড়ার আব্দুল মজিদ (৪৮) , উত্তর গোপালপুরের বাহার আলীর ছেলে ইনসান আলী (২০), কোনাবাড়ির আমিনুল ইসলাম (৪৮), নবগ্রামের আব্দুল মালেক (৬০), কোনাবাড়ি বাজারের নূর মোহাম্মদ (৬৪), লক্ষ্মীপুরের হেলাল উদ্দিন (৬০), সোনামুই মধ্যপাড়ার শিব্বীর আহমেদ (৫৯), গাংগা পাড়ার বাদশা মিয়া (৫৪), ভুটিয়া গ্রামের আলাউদ্দিন (৫৫), বাখুরিয়া বাড়ির আব্দুল জলিল (৬০), বেড়া ডাকুরির আব্দুস ছবুর (৭০), মধ্যমান্দিয়ার আশরাফ আলী (৪৪), ঝাওয়াইলের আব্দুল হাকিম (৭৭), পলশিয়ার জুলহাস উদ্দিন (৫৬), মোহনপুরের নাইম খন্দকার (৪৪), কোনাবাড়ি গ্রামের আশরাফ আলী (৬৭) ও গাইবান্দা জেলার শাহজাহান (৬২)।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এসএইচ