ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কু‌ষ্টিয়ায় চাঁদাবাজি মামলায় দুই যুবলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
কু‌ষ্টিয়ায় চাঁদাবাজি মামলায় দুই যুবলীগ নেতা গ্রেফতার কু‌ষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজু ও শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন।

কু‌ষ্টিয়া: কু‌ষ্টিয়ায় চাঁদাবাজি মামলাসহ বিভিন্ন অভিযোগে দুই যুবলীগ নেতা‌কে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২০ সে‌প্টেম্বর) রাতে দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকার হাসানবাগ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’জন হলেন- কু‌ষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ‌মিজানুর রহমার মিজু (৩৬) ও শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪০)।

পুলিশ জা‌নায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় শাহীন জোয়াদ্দার নামে এক ব্যবসায়ী যুবলীগ নেতা মিজু এবং সুজনসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের নামে চাঁদাবাজির মামলা করেন। এছাড়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অশান্ত করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে মিজুর বিরুদ্ধে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত বাংলানিউজকে জানান, ইসলামী বিশ্ব‌বিদ্যালয় থানায় চাঁদাবা‌জি মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।