ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কটিয়াদীতে কাভার্ড ভ্যানচাপায় যুবদল নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
কটিয়াদীতে কাভার্ড ভ্যানচাপায় যুবদল নেতা নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান রাসেল নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সুরভী আক্তার।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হাবিবুর রহমান রাসেল কটিয়াদী পৌরসভার ভোগপাড়া এলাকার বাসিন্দা।

তার স্ত্রী সুরভী আক্তার কটিয়াদীর ঘাগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ শহর থেকে হাবিবুর রহমান রাসেল তার স্ত্রীকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদীর মধ্যপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। আহত হন রাসেলের স্ত্রী সুরভী আক্তার।

গুরুতর আহত সুরভীকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাসির উদ্দিন মজুমদার বাংলানিউজকে জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।