ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

এবার খুলনায় দুদুর নামে মামলার আবেদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এবার খুলনায় দুদুর নামে মামলার আবেদন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

খুলনা: টকশোতে প্রধানমন্ত্রীকে হত্যা ও সরকারকে উৎখাতের ঘোষণা দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে খুলনায় মামলার আবেদন দাখিল করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খুলনা মে‌ট্রোপলিটন ম্যা‌জি‌স্ট্রেটে (কোর্ট নম্বর-৩) মামলার আবেদন দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী।

গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে দুদু বলেন, ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে সেভাবে শেখ হাসিনার বিদায় হবে’।



এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় একই অভিযোগে দুদুর বিরুদ্ধে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।