ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সম্রাট

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সম্রাট র‌্যাব প্রহরায় সম্রাটকে তার কার্যালয় থেকে বের করা হয়/ছবি- শাকিল

কেরানীগঞ্জ (ঢাকা): বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ধারা ৩৪(খ) এর আওতায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের হবে।

দণ্ডপ্রাপ্ত সম্রাটকে এরইমধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।  

রোববার (০৬ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটে তাকে কারাগারে নিয়ে আসা হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জব্দ করা ক্যাঙ্গারুর চামড়া এর আগে সম্রাটের কার্যালয়ে অভিযান চালিয়ে ১১৬০ পিস ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদ, কয়েকটি ইলেক্ট্রিক টর্চার মেশিন, চাইনিজ পিস্তল, ৫ রাউন্ড গুলি, ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করে র‌্যাব।

দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ের ভূইয়া ম্যানশনে ওই কার্যালয়ে ঢোকেন র‌্যাব সদস্যরা। এখানেই নিয়মিত বসতেন সম্রাট।

এদিকে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানকেও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে কুমিল্লা কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম।

জব্দ মাদকশনিবার (০৫ অক্টোবর) গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

ওই গ্রামের জামায়াত নেতা মনির চৌধুরীর বাড়ি থেকে সম্রাট ও আরমানকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে নিয়ে সম্রাট ও আরমানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।