ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

১৩ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ঐক্যফ্রন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৬, অক্টোবর ৭, ২০১৯
১৩ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ঐক্যফ্রন্ট ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠক। ছবি: বাংলানিউজ

ঢাকা: আগামী ১৩ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। ওই দিন বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা করবে এই জোট। এতে ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর নেতারা বক্তব্য রাখবেন। 

রোববার (৬ অক্টোবর) বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব সাংবাদিকদের এ কথা জানান।  

তিনি বলেন, ঐক্যফ্রন্ট অতীতেও ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতে আমাদের ঐক্য আরও সুদৃঢ় হবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেফতারের বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ এ নেতা বলেন, তিনি গ্রেফতার হলেন আজ। এর ১৫ দিন আগে তো তার কার্যালয়েই ছিলেন। তাহলে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কীভাবে কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্ত এলাকায় পৌঁছালেন? আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কী করছিল?  

তিনি বলেন, আমাদের আজ প্রশ্ন করে লাভ নেই। সম্রাট গ্রেফতার হয়েছেন। তার কাছ থেকে আপনারা বহু সাম্রাজ্যের খবর পাবেন। টপ টু বটম সবকিছুই আপনারা শুনতে পারবেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে আ স ম আব্দুর রব বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমাদের সম্পূর্ণ আলোচনা শেষ হয়নি। আমরা এ বিষয়ে এখনই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করবো না।

জাতীয় ঐক্যফন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে বিকেল ৩টায় এ বৈঠক শুরু হয়। ড. কামালের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডির তানিয়া রহমান ডালিয়া, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এমএইচ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।