ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ফাহাদ হত্যার প্রতিবাদে রোববার ঐক্যফ্রন্টের শোকর‌্যালি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, অক্টোবর ১২, ২০১৯
ফাহাদ হত্যার প্রতিবাদে রোববার ঐক্যফ্রন্টের শোকর‌্যালি

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফাহাদ হত্যার প্রতিবাদে রোববার (১৩ অক্টোবর) শোকর‌্যালি করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে শোকর‌্যালির প্রস্ততি সভা করে ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি।

কমিটির আহ্বায়ক জগলুল হায়দার আফ্রিকের সভাপতিত্বে গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সিদ্ধান্ত হয়, আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে রোববার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জমায়েত ও নাগরিক শোকর‌্যালি অনুষ্ঠিত হবে।

শোকর‌্যালি সফল করার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের সব সংগঠনের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতির নির্দেশনা দেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন- গণদলের সভাপতি একেএম গোলাম মাওলা চৌধুরী, গণফোরামের মোশতাক আহমেদ, বিএনপির জাহাঙ্গীর আলম মিন্টু, জেএসডির মোশারফ হোসেন, বিকল্পধারা বাংলাদেশের চাষী এনামুল হক, আজমেরি বেগম ছন্দা, নাগরিক ঐক্যের মোফাখখারুল ইসলাম নবাব, গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ, ঐক্যপ্রক্রিয়ার চেয়ারম্যান আবুল কাসেম, গণফোরামের লতিফুল বারী হামিম, মো. আজাদ হোসেন, বিকল্পধারা বাংলাদেশের মাহবুব মোর্শেদ হেলাল প্রমুখ।

শোকর‌্যালিতে অংশগ্রহণের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির পক্ষ থেকে সর্বস্তরের নাগরিকদের আহ্বান জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এমএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।