ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খোকার অবদান অক্ষয় হয়ে থাকবে: কর্নেল অলি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৫, নভেম্বর ৫, ২০১৯
খোকার অবদান অক্ষয় হয়ে থাকবে: কর্নেল অলি

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.)।

সোমবার (০৪ নভেম্বর) শোক ও দুঃখ প্রকাশের পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এলডিপি সভাপতি।

শোকবার্তায় তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে সাদেক হোসেন খোকার অবদান অক্ষয় হয়ে থাকবে।

একজন জনপ্রতিনিধি হিসেবেও তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। দেশের সব গণতান্ত্রিক আন্দোলন ও রাজধানীর উন্নয়নে তার অবদানকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এমএইচ/এবি/এইচএডি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।