ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ভারতে সম্মাননা পেলেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, নভেম্বর ২১, ২০১৯
ভারতে সম্মাননা পেলেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর

ঢাকা: তরুণ আওয়ামী লীগ নেতা, সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরকে সম্মাননা দিয়েছে ভারতের জয়পুরে ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট-ইউইএম।

বুধবার (২০ নভেম্বর) রাজস্থানের রাজধানী জয়পুরে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এক অনুষ্ঠানে উপাচার্য বিশ্বজয় চ্যাটার্জি তার হাতে এ সম্মাননা তুলে দেন। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

ভারত সফররত সাইফুজ্জামান শিখর জয়পুরে ইউইএম ক্যাম্পাসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজয় চ্যাটার্জি এবং ডিন অনিরুদ্ধ মুখার্জি তাকে ফুলেল শুভেচ্ছা জানান।  

এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়টির সার্বিক কার্যক্রম অবহিত করে জানান, রাজস্থানের এক নম্বর বিশ্ববিদ্যালয় হবার গৌরব অর্জন করেছে ইউইএম।  

সাইফুজ্জামান শিখর বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দারিদ্র্য বিমোচন আর উন্নয়ন অগ্রযাত্রায় সমানতালে এগিয়ে চলছে প্রতিবেশী দুই দেশ।

‘বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের উপর আস্থা রেখেছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে দেশ এখন উন্নয়নের রোল মডেল। ’ 

উপস্থিত তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি গণমানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান শিখর।

আওয়ামী লীগের তরুণ নেতা সাইফুজ্জামান শিখর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।